ব্রেস্ট ক্যান্সার (Breast cancer)

শেয়ার করুন

বর্ণনা

ব্রেস্ট ক্যান্সার হলো এক ধরনের ক্যান্সার যা ব্রেস্ট টিস্যু থেকে সৃষ্টি হয়। অধিকাংশ সময় এই ক্যানসার ব্রেস্টের দুগ্ধনালীর ভিতরের আবরণের কোষ থেকে অথবা দুগ্ধ উৎপাদনকারী লোবিউল কোষ থেকে শুরু হয়। দুগ্ধনালীর ক্যান্সারকে ডাকটাল কারসিনোমা (ductal carcinomas), লোবিউল –এর ক্যান্সারকে লোবিউলার কারসিনোমা (lobular carcinomas) বলে। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয় তবে পুরুষদেরও এই রোগ হতে পারে।

কারণ

কি কি কারণে ব্রেস্ট ক্যান্সার হয় তা সঠিক ভাবে জানা যায় নি। চিকিৎসকদের মতে যখন ব্রেস্টের কোষ অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে তখন থেকেই ব্রেস্ট ক্যান্সারের সূত্রপাত হয়। এই কোষ  সুস্থ কোষের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং একসাথে জমা হতে শুরু করে। পরবর্তিতে এই কোষগুলি পিণ্ড বা দলার (lump or mass) মত আকার ধারণ করে। এই ক্যান্সার কোষ  ব্রেস্ট থেকে লিম্ফনোড এর মাধ্যমে দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় প্রমানিত হয়েছে যে, হরমোন, জীবনযাত্রার মান এবং পরিবেশগত কারণেও এই ক্যান্সার হবার ঝুঁকি বৃদ্ধি পায়।

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

চিকিৎসা

 চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত ঔষধগুলি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন: 

anastrozole capecitabine
cyclophosphamide anhydrous docetaxel
doxorubicin hydrochloride epirubicin hydrochloride
gemcitabine hydrochloride letrozole
paclitaxel tamoxifen citrate
trastuzumab

চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত টেস্টগুলি করার পরামর্শ দিয়ে থাকেন: 

ব্রেস্ট বায়োপসি (Breast biopsy)
ব্রেস্ট এক্সামিনেশন (Breast examination)
লিভার ফাংশন টেস্ট (Liver function tests)
সি-বি-সি (কমপ্লিট ব্লাড কাউন্ট) (CBC, Complete Blood Count)
ম্যামোগ্রাফি (Mammography)
ইউ-এস-জি ব্রেস্ট (USG Breast)

ঝুঁকিপূর্ণ বিষয়

যে যে বিষয়গুলোর কারনে আপনার ব্রেস্ট ক্যান্সার হবার সম্ভাবনা বেড়ে যায় সেগুলো হলোঃ

(ক) মেনোপজ পরবর্তী বা যেকোন সময় ওজন বৃদ্ধি পাওয়ার কারনেঃ মেনোপজ পরবর্তী বা যেকোন সময় ওজন বৃদ্ধি ব্রেস্ট ক্যানসার হবার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে যেসব মহিলাদের মাসিকের সময় ওজন বেড়ে যায় তাদের এই ক্যান্সার হবার ঝুঁকি বেশি থাকে।

(খ) অধিক উচ্চতার কারনেঃ খাটো মহিলাদের তুলনায় লম্বা মহিলাদের এই ক্যান্সার হবার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা এর সঠিক কারণ এখনো খুজে পাননি।

(গ) নির্দিষ্ট কিছু কাজের কারনেঃ ফরাসি গবেষকদের মতে যেসব মহিলারা তাদের প্রথম গর্ভাবস্থার সময় রাতে কাজ করেন তাদের এই ক্যান্সার হবার ঝুঁকি বেশি থাকে।

(ঘ) অনিয়মিত মাসিকের কারনেঃ যেসব মহিলাদের নির্দিষ্ট সময়ের আগেই মাসিক শুরু হয় এবং একটা নির্দিষ্ট বয়স পার হবার পরেও মাসিক বন্ধ হয় না সেসব মহিলাদের বেস্ট ক্যান্সার হবার ঝুঁকি বেশি থাকে।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গঃ পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ৪২ গুণ কম। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

জাতিঃ শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম, হিস্পানিকদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ২ গুণ কম এবং অন্যান্য জাতির  মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম।

সাধারণ জিজ্ঞাসা

উত্তরঃ ব্রেস্ট ক্যান্সার পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয় তবে পুরুষেরও এ রোগ হতে পারে।

উত্তরঃ অধিকাংশ ব্রেস্ট ক্যান্সার হলো বিক্ষিপ্ত রোগ। অস্বাস্থ্যকর খাদ্যাভাস, লাল মাংস খাওয়া, মদ ও তামাক সেবন, স্থূলতা, বুকের পূর্ববর্তী রেডিয়েশন থেরাপি ইত্যাদির কারনে এই ক্যান্সার হয়।

উত্তরঃ বিপরীত লিঙ্গের স্পর্শের কারনে ব্রেস্ট ক্যান্সার হতে পারে এমন কোন তথ্য আমাদের জানা নেই।

হেলথ টিপস্‌

(ক) ব্রেস্ট ক্যান্সার স্ক্যানিং সম্পর্কে আপনার চিকিৎসক কে জিজ্ঞাসা করতে হবেঃ স্ক্যানিং এক্সাম (পরীক্ষা) এবং টেস্ট যেমন ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সাম এবং মেমোগ্রামের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার চিহ্নিত হলে এই সম্পর্কে চিকিৎসকের সাথে আলোচনা করতে হবে।

(খ) অ্যালকোহলের ব্যবহার কমাতে হবেঃ যদি আপনি অ্যালকোহল ব্যবহার করেন তাহলে এর ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে হবে।

(গ) ব্যায়ামঃ প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করার অভ্যাস করতে হবে। ব্যায়াম সম্পর্কে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন।

(ঘ) ওজন নিয়ন্ত্রন করতে হবেঃ যদি আপনার ওজন বেশি হয় তাহলে তা কাজের মাধ্যমে নিয়ন্ত্রন করতে হবে। ওজন নিয়ন্ত্রনের ব্যাপারে আপনি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করতে পারেন।

বিশেষজ্ঞ ডাক্তার

অধ্যাপক ডাঃ শিশির কে. দত্ত

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমডি(ইউএসএ), , এফআরসিএস(কানাডা), , এমআরসিওজি(লন্ডন),

ডাঃ আকলিমা আক্তার

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এম বি বি এস, এফ সি পি এস, (গাইনী এন্ড অব্‌স)

ডাঃ নাসিমা আখতার

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, ডিজিও(গাইনী এন্ড অবস), এমএস(গাইনী এন্ড অবস)

ডা. মীনা দেবী

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এম বি বি এস, এফ সি পি এস (গাইনী এন্ড অব্স‌)

ডাঃ মুনিয়া ফেরদৌসী

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, এসপিএইচ, এমএস(অব্স‌ এন্ড গাইনী)

অধ্যাপক ব্রিগেঃ জেনারেল ডাঃ হাসিনা সুলতানা (অবঃ)

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস(ডিএমসি),, ডিজিও(ডিইউ), , এফসিপিএস, গাইনী এন্ড অব্‌স, , ল্যাপারোস্কপিক সার্জন, উচ্চতর প্রশিক্ষন ইনফার্টিলিটি(থাইল্যা

অধ্যাপক ডাঃ কিশোর সুলতানা

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এফসিপিএস, এমসিপিএস, ডিজিও, এমবিবিএস(ডিএমসি)

ডাঃ শারমিন নাজ

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)), এমসিপিএস, এফসিপিএস(অবস ও গাইনী