কারপাল টানেল সিন্ড্রোম (Carpal tunnel syndrome)

শেয়ার করুন

বর্ণনা

কারপাল টানেল সিন্ড্রোম মিডিয়ান নার্ভ এন্ট্র্যাপমেন্ট নামেও পরিচিত। এই অবস্থায় কব্জির মিডিয়ান নার্ভ সঙ্কুচিত হয়ে যায় যার ফলে কব্জিতে ব্যথা হয়। নার্ভ ফুলে যাওয়া, টেন্ডনে প্রদাহ হওয়ার কারণে সাধারণত নার্ভ সঙ্কুচিত হয়ে যায়।  হাতের তালু, কনিষ্ঠা বাদে বাকী চারটি আঙ্গুলের সংবেদনশীলতা  মেডিয়ান নার্ভ দ্বারা নিয়ন্ত্রিত হয়।  মেডিয়ান নার্ভ আঙ্গুল নাড়াচড়া করতে সাহায্য করে। কারপাল টানেল বা কারপাল ক্যানেল হলো হাতের কব্জিতে অস্থি ও লিগামেন্ট দিয়ে তৈরী একটি প্যাসেজ। মেডিয়ান নার্ভ ও টেন্ডন কারপাল টানেলে অবস্থিত। কারপাল টানেল সিন্ড্রোম কোনো প্রাণঘাতী রোগ নয়, তবে এর চিকিৎসা না করানো হলে তা ব্যক্তির উপর বিরূপ প্রভাব ফেলে। এমনকি নার্ভ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে হাত একেবারেই নড়াচড়া করা সম্ভব হবে না।

কারণ

যেসকল কারণে এই রোগ হয়ে থাকে সেগুলো হলোঃ

  • কারপাল টানেল যেকোনো ধরনের সিস্ট বা টিউমার।
  • হাতের আঙ্গুলে পানি বা তরল জমা (ইডিমা)।
  • হাইপোথায়রয়েডিজম- থায়রয়েড গ্রন্থির কার্যক্ষমতা কমে যাওয়া।
  • টেন্ডন ফুলে যাওয়া বা প্রদাহ।
  • রিস্ট ডিজলোকেশন।
  • রিস্ট ফ্র্যাকচার।
  • স্থুলতা
  • ডায়াবেটিস
  • ডিজেনারেটিভ ও রিম্যাটয়েড আর্থ্রাইটিস।
  • পিটুইটারী গ্রন্থির কর্মক্ষমতা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়া।
  • কব্জির অস্থিসন্ধির গঠনের সমস্যা।
  • হাতের উপর চাপ পড়ে এমন যন্ত্র অধিক হারে ব্যবহার করা।
  • পোস্টমেনোপজাল মহিলাদের ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা (এরোম্যাটেজ ইনহিবিটর জাতীয় ঔষধ) করানোর পর কারপাল টানেল সিন্ড্রোম হতে পারে।

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

ঝুঁকিপূর্ণ বিষয়

যেসব বষয়ের কারণে এই রোগ হওয়ার ঝুঁকি বেড়ে যায় সেগুলো হলোঃ

  • কব্জি ও হাতের মাঝের অস্থি যা কারপাল টানেল গঠন করে তার আকার অস্বাভাবিক ভাবে ছোট হওয়া।
  • হাত ও কব্জি বারবার একইভাবে ব্যবহার (ফ্রিকুয়েন্ট এন্ড রিপিটিটিভ মুভমেন্ট) করা।
  • কব্জির অস্থিসন্থি বা হাতের কোনো ধরনের ক্ষতি।
  • গর্ভবতী মহিলা।
  • মেনোপজ হওয়ার পর।
  • ম্যাস্টেকোমি বা ব্রেস্ট অপসারনের অপারেশন করানো।
  • স্থূলতা
  • বিভিন্ন শারীরিক সমস্যা যেমন-রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপোথায়রয়েডিজম ও লুপাস।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গঃ পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম। মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

জাতিঃ শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গ, হিস্পানিক ও অন্যান্য জাতিদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম।

সাধারণ জিজ্ঞাসা

 ঠাণ্ডা তাপমাত্রায় নার্ভ কন্ডাকশন স্পীড কমে যায় যার কারণে শীতকালে এই রোগ মারাত্নক রুপ ধারণ করতে পারে।

এই অপারেশনের উদ্দেশ্য হলো মিডিয়ান নার্ভের উপর থেকে চাপ কমানো। এই অপারেশনের মাধ্যমে হাতের তালুর দিকে টানেলের শীর্ষে অবস্থিত লিগামেন্ট কেটে ফেলা হয় যার কারণে মিডিয়ান নার্ভের উপরের চাপ কমে যায় এবং ব্যক্তি বিভিন্ন উপসর্গ থেকে আরাম পায়। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের ফলে সব সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। অপারেশনের পরেও বেশ কিছুদিন ঐ স্থানে ব্যথা ও অস্বস্তি অনুভূত হয়।

হেলথ টিপস্‌

এই রোগে আক্রান্ত হলে নিম্নলিখিত পন্থা অবলম্বন করে কিছুটা আরাম পাওয়া যায়ঃ

  • একনাগাড়ে অনেকক্ষণ কাজ না করে কাজের ফাঁকে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে।
  • অ্যাসপিরিন, ইবিউপ্রোফেন ও ন্যাপ্রোক্সেন জাতীয় পেইন রিলিভার বা পেইনকিলার খেতে হবে।
  • হাতের তালু ও আঙ্গুল ঘুরাতে হবে ও টানতে হবে।
  • রাতে ঘুমানোর সময় রিস্ট স্প্লিন্ট ব্যবহার করতে হবে। এটি ড্রাগস্টোর বা ফার্মেসী গুলোতে পাওয়া যায়। রিস্ট স্প্লিন্ট এমনভাবে পরতে হবে যাতে হাতে বেশি চাপ না পড়ে এবং আরামবোধ হয়।
  • হাতের উপর ঘুমানো যাবে না।
  • হাতে ব্যথা ও দূর্বলতা অনুভব, হাত অসাড় হয়ে গেলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরনাপন্ন হতে হবে।

বিশেষজ্ঞ ডাক্তার

ডাঃ মোঃ মামুন অর রশীদ

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস (ঢাকা) , বিসিএস (স্বাস্থ্য) , এমএস(অর্থোঃ সার্জারী)

ডাঃ মোঃ ফেরদৌস তালুকদার রিপন

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস, ডি-অর্থো, এমএস অর্থো(নিটোর), এমআরএসএইচ(লন্ডন)

অধ্যাপক ডাঃ সিরাজ উদ্দিন আহ্‌ম্মেদ

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস , এম এস (অর্থো)

ডাঃ মোঃ আব্দুর রব

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এম বি বি এস, এম এস, (অর্থোপেডিক সার্জারী), স্পেইন সার্জারী (আমেরিকা)

ডাঃ মোঃ মোহসিন সরকার

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস(ঢাবি), ডি-অর্থো(ঢাবি)

ডাঃ মোঃ নাসির উদ্দিন

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস (ডিএমসি), এমএস (অর্থোপেডিক)

অধ্যাপক ডাঃ গোলাম কবীর

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমডি(মেডিসিন), এফসিপিএস (অর্থো সার্জারী)

ডাঃ আবু জাফর চৌধুরী(বিরু)

অর্থোপেডিক সার্জারী ( হাড়) ( Orthopedic Surgery)

এমবিবিএস, এমএস(অর্থো) ফেলো, অর্থোস্কপি এন্ড বিপ্লেসমেন্ট সার্জারী(ইউ কে)