চিকিৎসকেরা এই রোগাক্রান্ত ব্যক্তিদের নিম্নের ঔষধগুলো দিয়ে থাকেনঃ
| azithromycin | boric acid |
| cefixime trihydrate | ceftriaxone |
| clindamycin phosphate | clotrimazole |
| doxycycline | erythromycin |
| ethinylestradiol | fluconazole |
| ketoconazole | metronidazole |
| miconazole | nystatin |
| tioconazole |
চিকিৎসকেরা এই রোগাক্রান্ত ব্যক্তিদের নিম্নের টেস্টগুলো দিয়ে থাকেনঃ
| নিউক্লিয়িক এসিড এমপ্লিফিকেশন টেষ্ট (Nucleic Acid Amplification Tests) |
| পেলভিক এক্সামিনেশন (pelvic examination) |
| সেলাইন ওয়েট মাউন্ট (Saline wet mount) |
| হুইফ টেস্ট (Whiff Test) |
| ভেজাইনাল পি-এইচ (Vaginal ph) |
| কালচার এন্ড সেন্সিটিভিটি (Culture & Sensitivity) |
উত্তরঃ নির্দিষ্ট কিছু উপায়ে স্ত্রী যৌনাঙ্গের ইনফেকশনের ঝুঁকি কমানো যায়। যেসব কাপড় তাপ ও আর্দ্রতা ধরে রাখে ইস্ট ইনফেকশন হলে এসব কাপড় পরধান করা যাবে না। নাইলনের তৈরী প্যান্টি বা অন্তর্বাস ও টাইট জিন্স পরার কারনে ইস্ট ইনফেকশন হতে পারে। এই ইনফেকশন প্রতিরোধের জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অনেকের মতে যেসব মহিলা দই বেশি খায় তাদের এ ইনফেকশন হওয়ার ঝুঁকি কম থাকে।