উত্তরঃ চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ। এছাড়া ঔষধ আকারে ম্যাগনেসিয়াম গ্রহণ ও হালকা ব্যায়াম করা যেতে পারে। সাথে সাথে গ্লুটেনযুক্ত খাবার পরিহার করা প্রয়োজন।
উত্তরঃ বেশ কিছু কারণে এমন হতে পারে। যদি খিঁচুনি ও ব্যথা দীর্ঘস্থায়ী হয়, তাহলে রক্ত জমাট বেঁধেছে কীনা, বা মেনিসকাস (meniscus) ছিঁড়ে গেছে কীনা, তা বোঝার জন্য চিকিৎসকের কাছে যাওয়া উচিৎ।