উত্তর: পূর্বে কখনো মধ্যকর্ণে ইনফেকশন হয়ে থাকলে পরবর্তীতে কোলেস্টিয়াটোমা হতে পারে। তবে অধিকাংশ ইনফেকশন আক্রান্ত রোগীর কোলেস্টিয়াটোমা হয় না।
উত্তরঃ অধিকাংশ ক্ষেত্রে কোলেস্টিয়াটোমায় আক্রান্ত হলে সার্জারির প্রয়োজন হয়। তবে নিয়মিত সার্জনের মাধ্যমে কানের ভেতরের অংশ পরিষ্কার করালে কোলেস্টিয়াটোমা নিয়ন্ত্রণ করা সম্ভব। সার্জারি করা সম্ভব না হলে অ্যান্টিবায়োটিক্স ও কানের ড্রপের সাহায্যে চিকিৎসা করা হয়।