উত্তরঃ ঠিক কি কারণে পাইউরিয়া দেখা দিয়েছে, তার উপর রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা নির্ভর করে। অ্যাসিম্পটোম্যাটিক পাইউরিয়া (কোনো লক্ষণ বা উপসর্গ ছাড়া কোনো রোগ দেখা দিলে তাকে অ্যাসিম্পটোম্যাটিক বলা হয়) সাধারণত এমনিতেই সেরে যায় বা এর জন্য অন্য কোনো সমস্যার সৃষ্টি হয় না। যথাযথ অ্যান্টিবায়োটিকের সাহায্যে চিকিৎসা করা হলে মূত্রনালীর ইনফেকশন খুব সহজে ভালো হয়ে যায়। অ্যান্টিবায়োটিক থেরাপি ছাড়াও এই ইনফেকশন থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে এক্ষেত্রে সুস্থ হতে কিছুটা বেশি সময় লাগে।