শ্বাস-প্রশ্বাসে সমস্যা (Breathing problems)

শেয়ার করুন

বর্ণনা

কথায় আছে, “যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ”। যাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যা আছে তাদের জন্য এই প্রবাদটি ঠিক খাপ খায় না, কারন শ্বাস-প্রশ্বাস থাকা অবস্থাতেই এরা সমস্যায় বেশি ভোগে। কি কারনে এই সমস্যাটি হচ্ছে তা নির্ণয় করে সঠিক চিকিৎসা নিতে হবে, এভাবেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাটি অনেকদিন স্থায়ী হয়।

কারণ

বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারে। অনেকের ঠাণ্ডা লাগলেই নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। আবার অ্যাকিউট সাইনোসাইটিসের কারণেও এটি হতে পারে। সাইনোসাইটিসের কারণে ২ সপ্তাহ যাবৎ নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হয়। নাসারন্ধ্র বা নাসিকাপথ দিয়ে ভাইরাস  ফুসফুসে প্রবেশ করে। নাক ও সাইনাসের কারণে ফুসফুসের রোগ বেশি হয়ে থাকে। সাইনাস ও নাসারন্ধ্রের প্রদাহের জন্যে অ্যাজমা অ্যাটাক হয়। ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, নিউমোনিয়া, এইডস এসব রোগের কারণেও শ্বাস-প্রশ্বাসের সময় সমস্যা হতে পারে।

সাধারণ জিজ্ঞাসা

উত্তরঃ পোষা জীব-জন্তুর কারনে অ্যালার্জি হলে যে ধরনের লক্ষণ দেখা যায়ঃ

  • নাক দিয়ে পানি পড়া।
  • হাঁচি দেওয়া।
  • চোখ দিয়ে পানি পড়া।

উত্তরঃ শিশুদের শ্বাসকষ্ট হওয়া মাত্রই তাকে খুব দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কেননা, ঘরোয়া পদ্ধতিতে এই লক্ষণ নির্ণয় করা সম্ভব নয়।

হেলথ টিপস্‌

নিম্নলিখিত পন্থা অবলম্বন করে এই লক্ষণ প্রতিরোধ করা সম্ভবঃ

কখনও কখনও শ্বাস-প্রশ্বাসের সময় সমস্যা হওয়া স্বাভাবিক বলে মনে করা হয় এবং এ নিয়ে চিন্তার কিছু থাকে না। যেমন- ঠাণ্ডার জন্য নাক বন্ধ হয়ে যাওয়া, অনেক দিন পর পর শারীরিক পরিশ্রম করা প্রভৃতি। যদি শ্বাস-প্রশ্বাসের সময় বেশি সমস্যা হয় এবং খুব ঘন ঘন এই সমস্যা দেখা যায় তবে, যত দ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।