লসিকা গ্রন্থির বিভিন্ন সমস্যা (Problems with lymph nodes (glands))

শেয়ার করুন

বর্ণনা

দেহের সমস্ত কলা বা টিস্যু রক্তপূর্ণ কৈশিকজালিকায় বেষ্টিত থাকে। রক্তের কিছু উপাদান কৈশিকজালকের প্রাচীর ভেদ করে কোষের চারপাশে অবস্থান করে। এ উপাদানগুলোকে সম্মিলিতভাবে লসিকা বলে। লসিকা ক্ষারধর্মী স্বচ্ছ কলারস যা দেহের প্রতিটি কোষকে সিক্ত রাখে। লসিকা একধরনের বদ্ধ নালী দিয়ে গৃহীত ও পরিবাহিত হয়ে পুনরায় রক্তে ফিরে আসে। এসব নালীকে লসিকা নালী বলা হয়। এই লসিকা নালীতে বেশ কাছাকাছি অবস্থিত ডিম্বাকার ফোলা অংশগুলোকে লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বলা হয়। ছাঁকনি বা ফিল্টারের মত কাজ করে বিভিন্ন জীবাণু ও ক্ষতিকর কোষের হাত থেকে এই গ্রন্থি দেহকে রক্ষা করে। ঘাড়, বগল ও কুঁচকিতে লসিকাগ্রন্থি বেশি থাকে। লসিকা গ্রন্থির বিভিন্ন উপসর্গগুলো হলোঃ

  1. Sore lymph nodes- লসিকা গ্রন্থির ঘা
  2. Swollen lymph nodes- লসিকা গ্রন্থি ফুলে যাওয়া