যোনিপথে রক্তপাত (Vaginal bleeding)

শেয়ার করুন

বর্ণনা

যোনি দিয়ে যে কোনো ধরনের রক্তপাতকে যোনিপথে রক্তপাত বলে। যোনির গাত্র ও মহিলাদের প্রজননতন্ত্রের অন্যান্য অংশ থেকে হওয়া রক্তপাতকেও এর অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত  নন-কনসেপশনাল (non-conceptional), মাসিকের সময় স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া, অথবা প্রজননতন্ত্রের হরমোন ও অঙ্গজনিত সমস্যার কারণে যোনিপথে রক্তপাত হয়ে থাকে। যে কোনো বয়সের নারীদের এই সমস্যা হতে পারে। শিশু ও মেনোপজ হয়ে গেছে এমন নারীদের যোনিপথে রক্ত দেখা দিলে তাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। গর্ভধারণের সময় এই সমস্যা হলে তা গর্ভধারণে কোনো ত্রুটির লক্ষণ হতে পারে। তাই এ ক্ষেত্রেও চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরী।

যোনিপথে রক্তপাত বিভিন্নভাবে হতে পারে, যেমন- মাসিক এর মধ্যর্বতী সময়ে রক্তক্ষরণ (intermenstrual bleeding) ও মেনোপোজ পরর্বতী সময়ে যোনিপথে  রক্তপাত (vaginal bleeding after menopause)।