উত্তরঃ কান থেকে নির্গত তরল বা পুঁজের রঙ সাদা, হলদেটে বা স্বচ্ছ ও রক্তমিশ্রিত হলে কিংবা কোনো আঘাতের কারণে কান থেকে তরল বা পুঁজ বের হলে চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়াও এই লক্ষণ পাঁচ দিনের বেশি স্থায়ী হলে, তীব্র ব্যথা হলে এবং একই সাথে জ্বর বা মাথাব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।