হাত শক্ত হয়ে যাওয়া (Hand or finger stiffness or tightness)

শেয়ার করুন

বর্ণনা

হাত বা আঙ্গুল শক্ত হয়ে গেলে দৈনন্দিন ছোটখাট কাজ যেমন- কোনো বস্তু ধরা, শার্টের বোতাম লাগানো, কোনো বোতলের মুখ খোলা এসব কাজ করতে অনেক অসুবিধা হয়। এই সমস্যাটি বিভিন্ন কারণে হতে পারে যেমন- আর্থ্রাইটিস অথবা হাতের উপর অনেক চাপ পড়ে এমন কোনো কাজ করা। আঙ্গুলের বিভিন্ন অনুশীলনের মাধ্যমে এই সমস্যা কিছুটা কমানো সম্ভব।

কারণ

বিভিন্ন কারণে এই লক্ষণ দেখা যেতে পারেঃ যেমন-   

সংশ্লিষ্ট লক্ষণসমূহ

এই লক্ষণের সাথে অন্যান্য যেসকল লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলোঃ

ঝুঁকিপূর্ণ বিষয়

এ লক্ষণের জন্য ঝুকিপূর্ণ বিষয়গুলো হলোঃ

  • কোনো বস্তু দীর্ঘক্ষণ ধরে থাকলে বা বারবার হাতের ব্যবহার হয় এমন কাজ করলে এই সমস্যা বেশি হয়ে থাকে।
  • যাদের ডায়াবেটিস ও বাতজ্বর আছে তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
  • পুরুষদের তুলনায় মহিলাদের এটি বেশি হয়ে থাকে।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গঃ পুরুষদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার গড়পড়তা সম্ভাবনা রয়েছে। মহিলাদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা ১ গুণ কম।

জাতিঃ শ্বেতাঙ্গ, হিস্প্যানিক ও অন্যান্য জাতিদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার গড়পড়তা সম্ভাবনা রয়েছে। কৃষ্ণাঙ্গদের মধ্যে এই লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা ১ গুণ কম।

সাধারণ জিজ্ঞাসা

উত্তরঃ এই সমস্যাটি বাতের কারণে হতে পারে। তবে সঠিক কি কারণে এমনটা হয় তা পরীক্ষা ছাড়া বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যা নিজে নিজেই সেরে যায়। গরম পানির সেঁক দিলে আরামবোধ হয়। এই অবস্থায় ধীরে ধীরে হাত একবার মুষ্টিবদ্ধ করতে হবে আবার মুষ্টি ছেড়ে দিতে হবে। তাহলে হাত ও আঙ্গুলের শক্তভাব কমে যাবে।

উত্তরঃ হাতে রক্ত জমাট বাঁধলে এই সমস্যা দেখা যেতে পারে।

হেলথ টিপস্‌

এ ধরনের সমস্যার সম্মুখীন হলে প্রায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত বিভিন্ন কাজ যেমন- কোন বস্তু দীর্ঘক্ষণ ধরে রাখা, বারবার হাত মুষ্ঠি করা , হাত দিয়ে নিয়ন্ত্রন করতে হয় এমন মেশিন বা যন্ত্র চালানো থেকে বিরত থাকতে হবে। দিনের মধ্যে কয়েকবার হাতের তালুতে বরফ ও সকালে ঘুম থেকে উঠার পর হাতে গরম পানির সেঁক দিলে আরামবোধ হয়। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন শারীরিক অনুশীলন করতে হবে।