যোনিদ্বারের ক্যান্সার (Vulvar cancer)

শেয়ার করুন

বর্ণনা

যোনিদ্বার বা যোনিমুখ (Vulva) স্ত্রী বহিঃযৌনাঙ্গের একটি অংশ। এই মাংশল অংশ যোনি ও ইরেথ্রাকে ঢেকে রাখে। কপাটের মত মাংসল ভাঁজটিকে বলা হয় লেবিয়া এবং লেবিয়ার একেবারে উপরে জোড়ার কাছে যে উঁচু মাংসপিণ্ড দেখা যায় তাকে ক্লাইটোরিস বলে। বহিঃযৌনাঙ্গের এই অংশে যে ক্যান্সার হয় তাকে Vulvar cancer বা যোনিদ্বারের ক্যান্সার বলা হয়। এই ক্যান্সার হলে যোনিমুখে পিণ্ড বা ক্ষতের সৃষ্টি হয় এবং একই সাথে চুলকানি হয়। যদিও এটি যেকোনো বয়সে হতে পারে, তবে বয়স্ক মহিলাদের এটি বেশি হয়ে থাকে। অপারেশনের সাহায্যে ক্যান্সার আক্রান্ত অংশ ও এর আশেপাশের টিস্যুগুলো অপসারণের মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। আবার কখনও কখনও পুরো যোনিদ্বারটিই অপসারণ করতে হয়। তবে প্রথম দিকেই এই ক্যান্সার ধরা পড়লে যোনিদ্বার অপসারণ করতে হয় না। সাধারণ সার্জারির সাহায্যেই সেক্ষেত্রে এর চিকিৎসা সম্ভব। যে ধরনের Vulvar cancer বেশি হয়ে থাকে সেগুলো হলোঃ

  • ভাল্ভার স্কোয়ামাস সেল কার্সিনোমা (Vulvar squamous cell carinoma): যোনিদ্বারের উপরের অংশে অবস্থিত পাত ও মসৃণ কোষগুলোতে এই ক্যান্সার হয়ে থাকে। অধিকাংশ যোনিদ্বারের ক্যান্সার হলো ভাল্ভার স্কোয়ামাস সেল কার্সিনোমা।
  • ভাল্ভার মেলানোমা (Vulvar melanma): যোনিদ্বারের যে কোষগুলো রঞ্জক পদার্থ উৎপাদন করে থাকে (pigment-producing cells) সে কোষগুলোতে এই ক্যান্সার হয়ে থাকে।

কারণ

সাধারণত নিম্নলিখিত কারণে এই রোগ হয়ে থাকে:

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন:

ঝুঁকিপূর্ণ বিষয়

যোনিদ্বারে ক্যান্সার হওয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলোঃ

  • বয়স বাড়ার সাথে এই ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকে। সাধারণত ৬৫ বছর বয়সের দিকে মহিলাদের এই ক্যান্সার বেশি হয়ে থাকে।
  • হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (human papillomavirus) সংস্পর্শে আসলে এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। সংক্ষেপে এই ভাইরাসকে বলা হয় এইচ-পি-ভি (HPV)। এই ভাইরাস যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে থাকে। এই ভাইরাস দ্বারা যোনিদ্বারের ক্যান্সারসহ অন্যান্য ক্যান্সার হতে পারে। সাধারণত যৌন সঙ্গমে লিপ্ত হলে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যা এমনিতেই সেরে যায়। তবে কখনও কখনও এই ভাইরাসের দ্বারা কোষের পরিবর্তন ঘটে ও ভবিষ্যতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়।
  • ধূমপানের কারণে এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।
  • HIV ভাইরাসের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। যার ফলে HPV ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় ও একই সাথে যোনিদ্বারে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
  • যোনিদ্বারের ত্বকে কোনো সমস্যা বা চর্মরোগ থাকলে এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। যেমন- লিচেন স্ক্লেরোসাসের (Lichen sclerosus) কারণে ত্বকে চুলকানি হয় ও ত্বক পাতলা হয়ে যায়। যার ফলে যোনিদ্বারে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গ: মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।

জাতি: শ্বেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। হিস্প্যানিক ও কৃষ্ণাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম। অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ৩৯ গুণ কম।

সাধারণ জিজ্ঞাসা

উত্তর: অপারেশনের সাহায্যে অথবা রেডিয়েশন বা কেমোথেরাপির সাহায্যে এই রোগের চিকিৎসা করা হয়। আবার কখনও কখনও অপারেশন ও রেডিয়েশন থেরাপি দু'টির সাহায্যেই ক্যান্সার নিয়ন্ত্রণ করা হয়। তবে কোন পদ্ধতির সাহায্যে ক্যান্সার নিয়ন্ত্রণ করা হবে তা নির্ভর করে ক্যান্সারের অবস্থান ও পর্যায়ের উপর।

উত্তর: ক্যান্সার প্রথম পর্যায়ে ধরা পড়লে তা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। ক্ষতের আকার ছোট হলে ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন- ক্ষতের আকার যদি ২ সেমি এর কম হয় তাহলে ৬০-৮০% রোগীর অপারেশনের পর আরও পাঁচ বছর বেশি বাঁচার সম্ভাবনা থাকে।

উত্তরঃ ভিটামিন ডি-এর অভাব বেশি হলে রিকেটস হতে পারে যার ফলে হাড়ে মিনারেলের পরিমাণ কমে যায় এবং হাড় বিকৃত হতে দেখা যায়।

ভিটামিন-ডি এর মাত্রা কমে গেলে প্রথমে হাড়ে ব্যথা এবং মাংসপেশীতে দূর্বলতা দেখা যায়। অনেক সময় ভিটামিন ডি এর অভাবে কার্ডিওভাসকুলার ডিজিজ (cardiovascular disease), কগনিটিভ ইম্পেইয়ারমেন্ট (cognitive impairment), শিশুদের হাঁপানি রোগ, ক্যান্সার, উচ্চরক্তচাপ, বিষণ্ণতা ও গ্লুকোজ ইন্টলারেন্স হতে পারে।

হেলথ টিপস্‌

যোনিদ্বারের ক্যান্সার প্রতিরোধের জন্য সর্বপ্রথম যৌন রোগ ও যৌন ইনফেকশন প্রতিরোধ করতে হবে। নিম্নলিখিত উপায়ে এ রোগ প্রতিরধ করা সম্ভব:

  • যৌনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে।
  • প্রত্যেক বার যৌনসঙ্গমের সময় কনডম ব্যবহার করতে হবে।
  • HPV প্রতিরোধের জন্য প্রতিষেধক নিতে হবে।

বিশেষজ্ঞ ডাক্তার

অধ্যাপক ডাঃ কামরুন নাহার

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, এফসিপিএস(গাইনী)

ডা. মীনা দেবী

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এম বি বি এস, এফ সি পি এস (গাইনী এন্ড অব্স‌)

অধ্যাপক ডাঃ পারুল জাহান

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, এমসিপিএস, ডিজিও, এফসিপিএস, এমএস(গাইনী ও অবস্‌)

ডাঃ শামছুন নাহার

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস(ঢাকা), এমপিএইচ, এমপিএইচ, ডিজিও

ডাঃ রুনা আলম

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, এমপিএইচ(মা ও শিশু স্বাস্থ্য), পিজিটি(গাইনী এন্ড অব্‌স), সিসিডি(বারডেম)

ডাঃ মুর্শিদা পারভীন

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস, এফসিপিএস(গাইনী)

ডাঃ শিরিন জাহান

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এম বি বি এস (ডি এম সি), এফ সি পি এস (অব্স‌ এন্ড গাইনী), এম এস (গাইনী এন্ড অব্স‌)

ডাঃ হাসনা হোসেন আখী

গাইনি ও অবসটেট্রিক্স ( Obstetrics & Gynaecology)

এমবিবিএস(ঢাকা), বিসিএস(স্বাস্থ্য), এফসিপিএস(গাইনী এন্ড অবস), এমএস(গাইনী এন্ড অবস), থিসিস