পেটে তীক্ষ্ণ ব্যথা (Sharp abdominal pain)

শেয়ার করুন

বর্ণনা

বর্ণণাঃ যেকোনো ধরনের ক্ষণস্থায়ী বা মারাত্নক রোগের লক্ষণ হলো পেটে ব্যথা। সঠিক কি কারণে পেটে ব্যথা হচ্ছে তা নির্ণয় করা কঠিন কেননা অনেক রোগের সাথেই এই লক্ষণ সম্পর্কিত। এই ব্যথা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না তবে মাঝে মাঝে তা গুরুতর পর্যায়ে চলে যায়, তখন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিৎ।

কারণ

বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে পারেঃ যেমন-
  • বদহজম (Indigestion)
  • কোষ্ঠকাঠিন্য (Constipation)
  • পাকস্থলি ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া (Stomach virus)
  • মাসিকের সময় পেটে খিঁচুনি হওয়া (Menstrual cramps)
  • ফুড পয়জনিং (Food poisoning)
  • ফুড অ্যালার্জি (Food allergies)
  • পেটে গ্যাস হওয়া (Gas)
  • ল্যাক্টোজ ইন্টলারেন্স (Lactose intolerance)
  • আলসার (Ulcers)
  • পেল্ভিক ইনফ্লামেটরী ডিজিজ (Pelvic inflammatory disease)
  • হার্নিয়া (Hernia)
  • পিত্তথলির পাথর (Gallstones)
  • কিডনীর পাথর (Kidney stones)
  • এন্ডোমেট্রিয়োসিস (Endometriosis)
  • ক্রন'স ডিজিজ (Crohn's disease)
  • ইউরিনারী ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর ইনফেকশন (Urinary tract infection)
  • গ্যাস্ট্রোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিজিজ (Gastroesophageal reflux disease) বা জি-ই-আর-ডি (GERD)
  • অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis)
মদ্যপানজনিত লিভারের রোগ (Alcoholic liver disease) শ্বেতরক্ত কণিকা সম্পর্কিত রোগ (White blood cell disease)
অ্যানাল ফিশার (Anal fissure) অ্যানাল ফিস্টুলা (Anal fistula)
ক্রনিক প্যানক্রিয়াটাইটিস (Chronic pancreatitis) পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ (Gastrointestinal hemorrhage)
অ্যাপেন্ডিসাইটিস (Appendicitis) ভাইরাস জনিত হেপাটাইটিস বি (Viral hepatitis-B)
সিরোসিস (Cirrhosis) কলোরেক্টাল ক্যান্সার (Colorectal cancer)
লিভার ক্যান্সার (Liver cancer) গনোরিয়া (Gonorrhea)
ক্ল্যামাইডিয়া ইনফেকশন (Chlamydia Infection) লিভারের রোগ (Liver disease)
যোনি পথের প্রদাহ (Vaginitis) যোনি পথের ছত্রাকের ইনফেকশন (Vaginal yeast infection)
ক্রনিক কন্সটিপেশন/ ক্রনিক কোষ্ঠকাঠিন্য (Chronic constipation) যোনি পথের সিস্ট (Vaginal cyst)
ডায়াবেটিক কিটোএ্যাসিডোসিস (Diabetic ketoacidosis) পাইলস (Hemorrhoids)
টেস্টিকুলার টরশন/মোচড়ানো অণ্ডকোষ (Testicular torsion) বিষক্রিয়াজনিত হেপাটাইটিস (Hepatitis due to a toxin)
পাকস্থলীর ক্যান্সার (Stomach cancer) এন্ডোমেট্রিয়োসিস (Endometriosis)
খাদ্যনালীর ক্যান্সার (Esophageal cancer) ডিম্বাশয়ের ক্যান্সার (Ovarian cancer)
ডিম্বাশয়ের সিস্ট (Ovarian cyst) মাসিক ব্যতীত রক্তপাত (Idiopathic non-menstrual bleeding)
বেদনাদায়ক মাসিক (Idiopathic painful menstruation) অগ্ন্যাশয়ের ক্যান্সার (Pancreatic cancer)
পিত্তথলির পাথর (Gallstone) ল্যাক্টোজ ইনটলারেন্স/ দুগ্ধজাত খাবারের প্রতি অসহিষ্ণুতা (Lactose intolerance)
কিডনিতে পাথর (Kidney stone) বদহজম (Indigestion)
ইঙ্গুইনাল হার্নিয়া/কুচকির হার্নিয়া (Inguinal hernia) ইরিটেবল বাওয়েল সিনড্রোম (Irritable bowel syndrome)
অনিয়মিত মাসিক (Irregular menstrual cycle) অন্ত্রের ক্যান্সার (Intestinal cancer)
গ্যাস্ট্রাইটিস (Gastritis) অন্ত্রের রোগ (Intestinal disease)
রেক্টাল ডিজঅর্ডার / মলাশয়ের রোগ (Rectal disorder) গ্যাস্ট্রোডিওডেনাল আলসার (Gastroduodenal ulcer)
পেল্ভিক ইনফ্লামেটোরি ডিজিজ (Pelvic inflammatory disease (PID)) পেরিকার্ডাইটিস (Pericarditis)
গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ/ বুকজ্বালা (Gastroesophageal reflux disease) পেরিটোনাইটিস (Peritonitis)
ফ্যারিঞ্জাইটিস (Pharyngitis) গুড়াকৃমি রোগ (Pinworm infection)
ওভারিয়ান টরশন (Ovarian torsion) গর্ভকালীন সমস্যা (Problem during pregnancy)
বিনাইন কিডনি সিস্ট (Benign kidney cyst) সিলিয়াক ডিজিজ (Celiac disease)
পলিসিস্টিক কিডনি ডিজিজ (Polycystic kidney disease) বিনাইন ভ্যাজাইনাল ডিসচার্জ (লিউকোরিয়া) (Benign vaginal discharge (leukorrhea))
প্রিম্যাচিউর রাপচার অফ অ্যাম্নিওটিক মেমব্রেন (Premature rupture of amniotic membrane) পাইলোরিক স্টেনোসিস (Pyloric stenosis)
শিঙ্গেলস (হার্পিস জস্টার) (Shingles (herpes zoster)) ইসোফ্যাজিয়াল ভ্যারিসেস (Esophageal varices)
সারভিসাইটিস (Cervicitis) ট্রাইকোমোনাস ইনফেকশন (Trichomonas infection)
গলব্লাডার ক্যান্সার (Gallbladder cancer) ভ্যাজাইনাসমাস (Vaginismus)
কোলিডোকোলিথায়াসিস (Choledocholithiasis) অ্যাড্রেনাল অ্যাডেনোমা (Adrenal adenoma)
হেমাটোমা (Hematoma) অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস (Ascending cholangitis)
ইডিওপ্যাথিক অ্যাবসেন্স অফ মেন্সট্রুয়েশন (Idiopathic absence of menstruation) ইনডিউসড অ্যাবর্শন (Induced abortion)
ইনটেস্টাইনাল ম্যালঅ্যাবজর্পশন (Intestinal malabsorption) কোলনিক পলিপ (Colonic polyp)
হান্টিংটন ডিজিজ (Huntington disease) ক্রন ডিজিজ (Crohn disease)
হাইপারওসমোটিক হাইপারকিটোটিক স্টেট (এইচ-এইচ-এস) (Hyperosmotic hyperketotic state (HHS)) মিসড অ্যাবর্শন (Missed abortion)
ইলিয়াস (Ileus) ডাইভারটিকুলোসিস (Diverticulosis)
ইনজুরি টু দি অ্যাবডোমেন (Injury to the abdomen) প্লুরাল ইফিউশন (Pleural effusion)
এমপায়েমা (Empyema) এপিডিডাইমিটিস (Epididymitis)
ফ্লুইড ওভারলোড (Fluid overload) ইশকেমিয়া অফ দি বাওয়েল (Ischemia of the bowel)
পায়েলোনেফ্রাইটিস (Pyelonephritis) স্কার্ভি (Scurvy)
ফোলেট ডেফিসিয়েন্সি (Folate deficiency) কাপোসি সারকোমা (Kaposi sarcoma)
গ্যাস গ্যাংরিন (Gas gangrene) গ্যাস্ট্রোপ্যারেসিস (Gastroparesis)
ভলভুলাস (Volvulus) অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম (Abdominal aortic aneurysm)
ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি (Magnesium deficiency) হেপাটিক এনসেফালোপ্যাথি (Hepatic encephalopathy)
হায়াটাল হার্ণিয়া (Hiatal hernia) হার্শপ্রাং ডিজিজ (Hirschsprung disease)
হাইডেটিডিফর্ম মোল (Hydatidiform mole) ফরেন বডি ইন দি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট (Foreign body in the gastrointestinal tract)
নন-ইনফেকশস গ্যাস্ট্রোয়েন্টেরাইটিস (Noninfectious gastroenteritis) ইন্টাসাসসেপশন (Intussusception)
অ্যালকোহল ইনটক্সিকেশন (Alcohol intoxication) হাইপারএমেসিস গ্রেভিডেরাম (Hyperemesis gravidarum)
সোমাটাইজেশন ডিজঅর্ডার (Somatization disorder) হাইপারকেলেমিয়া (Hyperkalemia)
স্পন্টেনিয়াস অ্যাবর্শন (Spontaneous abortion) হাইপোক্যালসেমিয়া (Hypocalcemia)
হাইপোনেট্রেমিয়া (Hyponatremia) ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন (Intestinal obstruction)
অ্যাসপারজিলোসিস (Aspergillosis) প্লেগ (Plague)
অ্যাটেলেকটেসিস (Atelectasis) ভালভোডাইনিয়া (Vulvodynia)
পোস্টঅপারেটিভ ইনফেকশন (Postoperative infection) ব্যাসেট ডিজিজ (Behcet disease)
ক্রনিক পেইন ডিজঅর্ডার (Chronic pain disorder) ইনজুরি টু ইন্টারনাল অরগান (Injury to internal organ)
অ্যাবডোমিনাল হার্নিয়া (Abdominal hernia) ইষ্ট ইনফেকশন (Yeast infection)

সংশ্লিষ্ট লক্ষণসমূহ

এই লক্ষণের সাথে অন্যান্য যেসকল লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলোঃ

  • জ্বর  (Fever)
  • হজমে সমস্যা হওয়া (Inability to keep food down for several days)
  • বমি করা ও মলত্যাগ করতে অসুবিধা হওয়া (Inability to pass stool, especially if you are also vomiting)
  • ঘনঘন মূত্রত্যাগ করা ও মূত্রত্যাগের সময় ব্যথা অনুভূত হওয়া (Painful or unusually frequent urination)
  • পেটে স্পর্শ করলে ব্যথা অনুভূত হওয়া (The abdomen is tender to the touch)
  • ব্যথা বেশ কিছুদিন স্থায়ী হওয়া (The pain lasts for several days)

ঝুঁকিপূর্ণ বিষয়

এ লক্ষণের জন্য ঝুকিপূর্ণ বিষয়গুলো হলোঃ

  • বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে
  • গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে
  • পূর্বে পেটে কোনো ধরনের অপারেশন হওয়া
  • এমন কোনো অবস্থা বা সমস্যা যার কারনে ইমিউন সিস্টেম বা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
  • ডায়াবেটিস (Diabetes)
  • অরগান ট্রান্সপ্ল্যান্ট (Organ transplant)
  • কেমোথেরাপি (Chemotherapy)
  • এইডস (AIDS)
  • সিকেল সেল এনিমিয়া (Sickle cell anemia)

হেলথ টিপস্‌

অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা ছাড়াই পেটের ব্যথা ভাল হয়ে যায়। তবে কিছু পন্থা অবলম্বন করে এই ব্যথা উপশম করা সম্ভব।

  • প্রচুর পরিমাণ পানি পান করতে হবে।
  • চা, কফি ও মদ্যপান থেকে বিরত থাকতে হবে।
  • প্রয়োজনমত বিশ্রাম নিতে হবে।
  • প্যারাসিটামল জাতীয় পেইনকিলার বা অ্যান্টাসিড গ্রহণ করা যেতে পারে।